ভবঘুরেকথা

বেরোরে কানাই
বেলা হলো গোষ্ঠে চল যাই,
মায়ের কোলে বসে থাক
ডাকেরে দাদা বলাই।।

আমাদের সঙ্গে যাবি বনে
যেয়ে রাজা হবি
ধবলি আর না চরাবি
বাঁশী বাজাবি;
চরা ধেনু হাঁক না মানে
তাইতে তোমায় ডাকি ভাই।।

এক দিন বিষ পানে
মরেছিলাম রাখালগণে
যমুনারই জল এনে
আমাদের বাঁচালে ভাই;
মরিলে বাঁচাতে পার
তাইতে তোমার সঙ্গ চাই।।

বৃন্দাবন তুলি তুলি
বন ফল আনি তুলি
দিতাম তোমার চাঁদ বদনে
যে ফল খেতে মিঠা হয়;
নীল কণ্ঠ বলে সেবার সময়
ডাকলে যেন দেখা পাই।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!