বেলা গেলো খেলা ফেলে সময় থাকতে সরে যা।
তুই সন্ধ্যায় তার সন্ধান পাবি না
দেখে ছিলি ভোরে যা।।
ভুলে গিয়ে নিজের বাপের ঘর
ঘর পাতিলি এক ভাসাধাপের পর
বাতাসের চাপেতে সরে যাবে দুই দিন পর;
এখন ত্যাগ করে পরের বাড়িঘর
ঘরের ছেলে ঘরে যা।।
চলতে পথে হবে তোর একা
সে সময় বিষয় এক ঠৈকা
সে দিনের বেশি দিন বাকি নাই রে শোন বোকা;
আজো চোখে কিছু যায় রে দেখা
পথের রেখা ধরে যা।।
সম্মুখে এক নদী বাঁধবে তোর
সে ঘাটে পারের জ্বালা ঘোর
জ্যান্ত লোকের প্রাণান্ত খাটে নারে জোর;
যদি পারের আশা থাকে রে তোর
সহজ জ্ঞানে সরে যা।।
পাগল বিজয় বলে, মনের পিয়াসে
এ দেশে আর আছিস কি আশে
সং সেজে কতোদিন রবি সংসার বিলাসে;
তোর দরকার কি হিসাব নিকাসে
কর্তব্য কাজ করে যা।।