(তাল – ঝাপ)
বেলা গেল হরি ঘরে চল
আর কত খেলিবি খেলা।
রত্নডাঙার বিলে সব রাখালে
করে ছিলে কতই লীলা।।
১। শুন হরি শুন মনি, অন্নপূর্ণ মাতা যিনি
কাঁদে সদা হরিচাঁদ বলিয়া।
হরি ঘরে চল যাই, খেলায় কার্য্য নাই
চেয়ে দেখ গেল বেলা।।
২। (মায়ের) নয়ন জলে বয়ান ভাসে, যারে দেখে আপন পাশে,
ডেকে বলে আয় হরি কোলে।
মায়ের নাই কোন ঠিক, হয়ে বিদিক,
দিক হারায়ে হয় চঞ্চলা।।
৩। (তোমায়) না হেরিলে গুণমনি, মা হয় যেন পাগলিনী,
সাঙ্গ কর এবে গোষ্ঠ খেলা।
ধেনু বৎস যত একত্রিত, করে চল থাকতে বেলা।।
৪। (অধম) দীনবন্ধুর বিনয় বচন, হরি গোসাইব ঐ শ্রীচরণ
হয় যেন মোর ভবপারের ভেলা।
হৃদি বৃন্দাবনে করুনাদানে, দিও শ্রীচরণ ধূলা।।
……………………………
ফিরা গোষ্ঠ
রাগিনী – হেলারী