সু’খবর নিয়ে এলো পবিত্র রমজান।
বেহেস্তে উড়ায় পতাকা, হুর গোলেমান।।
মন রইলে বে’খবর
রোজাদারের মুখের গন্ধ মেস্কে আম্বর,
আছে হাদিসে খবর
যেজনে রাখিবে রোজা, তাজাজা হয় ঈমান।।
নিদান আসিবে একদিন
বিশ্বাস করিয়া রোজা রাখল যে মোমিন,
সেদিন হবে তাঁর জামিন
রোজা হবে পুণ্যের আমীন, ঘুচাইতে নিদান।।
রোজা উপবাসে নয়
ষড়ঋপুর আলোকে রাশী দূরে রাখতে হয়,
রোজা দেখ না কারে কয়
যে রোজায় করিবে তোমায়, বিপদে আছান।।
তৃষ্ণায় আকুল হইবে
রোজা এসে কাওছারেরি পানি পিলাবে,
রোজা রাখহে সবে
এই দিন ফিরে আসবে কি’না, সন্দেহ প্রমাণ।।
হেলায় ভুলিসনে কখন
তারাবীহ আর শুকরানায় করো আরাধন,
খোদায় করবে পাপ মোছন
আমির উদ্দিন বলে রোজায়, বশ্ হবে শয়তান।।