বৈষ্ণবের কাছে হয় ক্ষুদ্র অপরাধ।
মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ।।
(মহাজন বাক্য)
বৈষ্ণবের নিকট সামান্য অপরাধেও মহাপাতক।
শ্রীভগবান সর্ব্ববিধ সর্ব্ববিধ অপরাধ ক্ষমা করেন,
কিন্তু বৈষ্ণবাপরাধ করেন না।
বৈষ্ণবাপরাধ ভঞ্জন
যে বৈষ্ণবের নিকট অপরাধী,
তাঁহার শ্রীচরণে ক্ষমাভিক্ষা করিলে উক্ত অপরাধ ভঞ্জন হয়।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস