বৈষ্ণব বন্দনা
বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্রানন্দৌ কৃপাময়ৌ।
সববিতার সৎভক্তৌ সর্ব্ব ভক্ত জনাশ্রয়ৌ।।
গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ তদালয়ে।
কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নম:।।
বন্দেহহং শ্রীগুরো শ্রীযুক্ত পদকমলং শ্রীগুরুন্ বৈষ্ণবাংশ্চ।
শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথাম্বিতং তং সজীবম।।
সাদ্বৈতং সাবধূতং পরজিন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং।
শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখাম্বিতাংশ্চ।
বৈষ্ণব প্রণাম
বাঞ্ছাকল্পতরুভ্যাশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণুবেভ্যো নমো নম:।।
জয় জয় নবদ্বীপচন্দ্র গৌরবরায়।
জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময়।
জয় জয় সীতানাথ অদ্বৈত গোঁসাঞি।
জয় জয় গৌরাঙ্গের ভক্ত এক ঠাঁই।
মহাপ্রভুর সাঙ্গপাঙ্গ পারিষদ যত।
সবার চরণে করি প্রণাম সতত।।
স্বরূপ রূপ রঘুনাথ এই ভক্ত।
আত্মতত্ত্ব লৈয়া যাতে আপন মহত্ব।।
জয় জয় শ্রীমাধবপূরী শচী জগন্মাত।
জয় শ্রীঈশ্বরপুরী জগন্নাথ পিত।।
দেবী পদ্মাবতী জয় হাড়াই পণ্ডিত।
পরমানন্দপুরী জয় শ্রীনৃসিংহ সহিত।
জয় শ্রীকেশবপুরী, পুরী ব্রহ্মানন্দ।
জয় সুখানন্দপুরী, পুরী কৃষ্ণনন্দ।।
ব্রহ্মানন্দ কেশব ভারতী বিষ্ণপুরী।
অনন্ত প্রণাম করি পদযুগে পড়ি।।
জয় লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া মাতা ঠাকুরাণী।
জয় জয় শ্রীবসুধা জাহ্নবীমালিনী।।
বীরভদ্র, রামদাস গঙ্গাধর দাস।
গৌরদাস পণ্ডিত পুরন্দর কৃষ্ণদাস।।
যাদব দাস, বিজয় দাস, ভোলানাথ দাস।
জনার্দ্দন কানু পণ্ডিত শ্রী অনন্ত দাস।।
সমস্ত বৈষ্ণব পদে এই নিবেদন।
শরণ লইনু কর বাঞ্ছত পূরণ।।
বৈষ্ণব চরণ হৃদে পাইবার আশ।
পালাবে প্রবন্ধে কহে শ্রীচরণ দাস।।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস