ব্রজলীলে এ কী লীলে
ব্রজলীলে এ কী লীলে।
কৃষ্ণ গোপী কারে জানাইলে।।
যারে নিজশক্তিতে গঠলো নারায়ণ
আবার গুরু বলে ভজরে তার চরণ,
একী ব্যবহার, শুনতে চমৎকার
জীবের বোঝা ভার ভূমণ্ডলে।।
নীলে দেখে কম্পিত ব্রজধাম
নারীর মান ঘুঁচাইতে যোগী হলো শ্যাম,
দুর্জয় মানের দায়, বাঁকা শ্যামরায়
নারীর পাদপদ্ম মাথায় নিলে।।
এ জগতের চিন্তা শ্রীহরি
আজ কি নারীর চিন্তায় প’লেন হরি,
অসম্ভব বচন, ভেবে কয় লালন
রাধার দাসখতে সাঁই বিকাইলে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….