ভবঘুরেকথা

ব্রজের পঞ্চভাব
শান্ত, দাস, সখ্য, বাৎসল্য ও মধুর।

প্রশ্ন-উত্তর

শান্তের পাত্র কে?
-সনকাদি মুনি।
গুণ কি?
-নিষ্ঠা গুণ।

দাস্যের পাত্র কে
-হনুমান ঠাকুরাদি।
গুণ কি?
-সেবাচর্য্যা।

সখ্যের পাত্র কে?
-ব্রজের রাখাল।
গুণ কি?
বিশেষ হৃদয়ভাজনক ভাব ভক্তি।

বাৎসল্যের পাত্র কে?
-নন্দ, যশোদা, ঐশ্বর্য, বসু, দৈবকী।

মধুর রসের পাত্র কে?
-শ্রীরাধিকাদি।
গুণ কি?
-শৃঙ্গারাধি রস।

চারি ধাম কি?
বৃন্দাবন, গোলক, মথুরা, দ্বারকা।

বৃন্দাবনের পাত্র কে?
-নন্দের নন্দন।

গোলকের পাত্র কে?
-স্বয়ং ভগবান।

মথুরার পাত্র কে?
-বাসুদেব।

দ্বারকার পাত্র কে?
-নারায়ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!