(মা)
ব্রহ্মময়ী জননী মোর
(মোরে)
অব্রাহ্মণ কে বলে?
শ্যামা
নামের জঠরে মোর
নব জন্ম ভূতলে॥
(মা)
চণ্ডিকারে মা বলে রে
আমি হলাম দ্বিজ।
(আমি দ্বিতীয়বার জনম নিলাম)
(মা)
আদর করে নাম রেখেছেন
পুত্র মনসিজ।
(আমি যে মা-র মানস-পুত্র)
(তাই)
অক্ষমালার যজ্ঞোপবীত
মা পরালেন মোর গলে॥
রুদ্রাক্ষ মালার যজ্ঞোপবীত
মা পরালেন মোর গলে॥
(মোরে)
কে কবে অস্পৃশ্য বলে
দিয়েছিল গালি।
(আমি)
কেঁদেছিলাম ‘মা’ বলে
(তাই) মা হলেন মোর কালী।
(মা) হলেন ভদ্রকালী।
(মোরে)
পতিত বলে ঘৃণা যারা
করেছিল আগে,
(আজ)
মায়ের কোলে তাহাদেরই
ডাকি অনুরাগে।
(ওরে আয় তোরা আয় রে) –
জগৎ-জননীর কোলে তোরা সবাই আয় রে॥)
(সেই)
চণ্ডাল আজ কমল হয়ে
ফুটল মা-র চরণ-তলে।
(মা-র)
রাঙা চরণ-কমল ছুঁয়ে
ফুটল মা-র চরণ-তলে॥