আমি তোমার সেবা করমু, আমার ঘরে আইলে।
বড়ো লজ্জা পাইমুরে বন্ধু, তোমারে না পাইলে।।
মন মজেছে তোমার চরণে
আমি তোমায় ভালোবাসি, সকলে জানে
ফুলের মালা সার্থক হইত, নিজের হাতে পরাইলে।।
পাশের বাড়ি সদায় আসো যাও
কেনে আমি দাসীর পানে, ফিরিয়া না চাও
আলগা থেকে ভেলকি দিয়া, রূপের যাদু দেখাইলে।।
জীবন যৌবন তোমায় করব দান
সোনার চান বন্ধুরে আমার, পরানের পরান
তোমার বাশীঁর সুর সুনাইয়া, আমায় পাগল বানাইলে।।
তোমার চিন্তায় তনু হইল ক্ষীণ
তোমারে না পাইলে আমার, ঘটিবে দুর্দিন
মানুষে কইবা আমির উদ্দিন, তুইনু এতো গান গাইলে।।