বড় অকৈতব কথারে ওরে ছিদাম সখা
বড় অকৈতব কথারে ওরে ছিদাম সখা।
ষড় ওইশ্বয’ ত্যাজ্য করে ধূলায় অংগ মাখা।।
ব্রজপুরে নন্দের ঘরে
ছিলামরে ভাই কারাগারে,
তাইতে আমি এলাম ছেড়ে
নদীয়ায় এসে দেখা।।
আগর চন্দন এখন
সব দিয়েছি রাধার কারণ,
এই অংগে সেই অংগের জীবন
আছে চন্দ্র মূখা।।
রাধার প্রেমের ঋণের কাংগাল
বৃন্দাবন ত্যাগ করে নন্দলাল,
মনের দু:খে বলছে লালন
আমার কেবল রফা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….