বড় বাড়ি বড় ঘর
দিন ফুরাইলে সবই হবে পর
তোমার বাজুবালা গলার মালা
রাইখা গেলি কার উপর।।
মনো – রে
কাল দেখেছি বিজোড় অঙ্গে
রাজা হইয়া প্রজার সঙ্গে
করেছিলো নানা অনাচার
এখন গন্যমান্য সেনা সৈন্য
গুন্য হইলো তোর লোক লস্কর
তোমার বাজুবালা গলার মালা
রাইখা গেলি কার উপর।।
মনো – রে
অহেতুক বাক্য বলি
আবোল তাবোল গালাগালি
দখল করলি পদ্মা মেঘনার চর
এখন বিদায় বেলা প্রাণ বন্ধুরা
থুক দিলো মুখের উপর
তোমার বাজুবালা গলার মালা
রাইখা গেলি কার উপর।।
মনো – রে
ঐ বিচার হইয়াছে খাড়া
নাই কোন জামিনের ধারা
কাঠগড়া কবরের ভিতর
মন তোর সাক্ষী গাওয়া
চাওয়া পাওয়া
কবর খোলায় জনম ভর
তোমার বাজুবালা গলার মালা
রাইখা গেলি কার উপর।।
মনো – রে
কত ঝড় বৃষ্টি বাদলা পাইয়া
থাকবি মানুষ মাটিতে শুইয়া
কেউ নিবেনা যাইয়া তোর খবর
মাতাল রাজ্জাকেরে আটকাইয়াছে
নিতে আইছে নিঠুর বর
তোমার বাজুবালা গলার মালা
রাইখা গেলি কার উপর।।