ভবঘুরেকথা

(তাল – ঠুংরী)
বড় ভাব লাগায়ে গেলি মনে।
প্রেমে তনু ডগমগ ধারা বহে দু’নয়নে রে।।
তোর ভাবনা ভেবে মরি, ধৈর্য্য হতে নাহি পারি;
কি করিতে কি না করি, ভাবি নিশি দিনে (রে)।।
তোর ভাবনা বক্রগতি, মানুষ করে ছন্নমর্তি;
তার হৃদয় জ্বলে বিষের বাতি, প্রবোধ নাহি মানে রে।।
ভাবনা রোগ হলে বৃদ্ধি কি করিবে মহাঔষধি;
ভাবনা রোগের নাইক বিধি, আয়ুর্ব্বেদ নিদানে রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!