ভক্তধীন আমি রই চিরদিন
ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের ঋণ।।
ভক্ত খাওয়ালে খাই, না দিলে উপবাস যাই,
চিরদিন ভক্ত হয় স্বাধীন
ভক্ত বিনে বন্ধু কভু দেখি নাই একদিন, ভক্তের হাতে প্রেমের ডুরি,
যে দিক ঘুরায় সেই দিক ঘুরি
কখনও হই দ্বারের দ্বারি ভাবি নাই কো ভিন।।
ছিলাম অনন্ত শয়নে মূর্তি, দেখিয়ে জীবের দুর্গতি,
উপস্থিত অযোধ্যায় ক-দিন, করে দৈবকিনীর বাক্য পালন,
যশোদা করেছে বন্ধন, শান্ত করে গোপ গোপীগণ,
নবদ্বীপে হই দীনহীন।।
ভক্ত যদি না জন্মাত, ভবে আমায় কে আনিত,
হই জগৎ দীনহীন,
ভক্তের দায় করেছি বন্ধন কোটিতে কৌপীন,
মফিজদ্দী ভেবে বলে, ভক্ত অগ্রে অগ্নে চলে
গুরু পিছে সর্বস্থলে, এই তার চিন।।