ভক্তের নাই ভরসা কোন আশা, মুর্শিদ বিনে এই জগতে।
শত জন্মের পুড়া দেহরে, আমি আছি তোমার আশার পথে।।
আহাদেরই পর্দা দিয়া, রইয়াছে গোপনেতে
আহাম্মদের ওযুদ পাইয়ারে, তোমার গোপন রূপ হয় মীম ছোরাতে।।
আলিফেরই নোক্তা গেলো, বে-হরফের নিচেতে
মীমের উপর সাকিন পড়লরে, ভবে মানব ছোরাত হইলো তাতে।।
লাম এর অংশ জাতী নূরে, আশেক হইয়া জজবাতে
আলিফের পাও লামের মাথায়রে, তাতে সেজদা হয় নফি এসবাতে।।
খোদ নূরে আদমের কায়া, জন্ম মরণ নাই জাতের
ইশ্রাইল শাহর কায়া ধরিরে, ওরে হাসান কয় জাত সেফাতে।।