ভজনের নিগূঢ় কথা যাতে আছে।
ব্রক্ষ্মার ভেদ ছাড়া ভেদবিধান সে যে।।
ভজনের নিগূঢ় কথা যাতে আছে।
ব্রক্ষ্মার ভেদ ছাড়া ভেদবিধান সে যে।।
চারবেদে দিক নিরূপণ
অষ্টভেদ বস্তুর করণ,
রসিক হলে জানে সেজন
ঠাঁই মিছে।।
অপরূপ সে ভেদ দেখি
পাঠক তার অষ্টসখি,
ষড় তত্ত্বে অনুরাগী
সে জেনেছে।।
শক্তিপদ ন্যস্ত কর
ভক্তিপদ শিরে ধর,
শক্তিসার তন্ত্র পড়
ঘোর যায় ঘুচে।।
সাঁইয়ের ভজন হেতুশুন্য
ঐ বেদ করি গণ্য,
লালন কয় ধন্য ধন্য
তাই খোঁজে।।
ভজনের নিগূঢ় কথা যাতে আছে।
ব্রক্ষ্মার ভেদ ছাড়া ভেদবিধান সে যে।।
চারবেদে দিক নিরূপণ
অষ্টভেদ বস্তুর করণ,
রসিক হলে জানে সেজন
ঠাঁই মিছে।।
অপরূপ সে ভেদ দেখি
পাঠক তার অষ্টসখি,
ষড় তত্ত্বে অনুরাগী
সে জেনেছে।।
শক্তিপদ ন্যস্ত কর
ভক্তিপদ শিরে ধর,
শক্তিসার তন্ত্র পড়
ঘোর যায় ঘুচে।।
সাঁইয়ের ভজন হেতুশুন্য
ঐ বেদ করি গণ্য,
লালন কয় ধন্য ধন্য
তাই খোঁজে।।