ভবঘুরেকথা

ভজরে আমার মন, ভজ প্রভু হরিচন্দ্র
যারে ভজিলে আনন্দ হবে, দূরে যাবে নিরানন্দ।
ভজ রামকান্ত যশোমন্ত, হইয়া একান্ত।।
যশোমন্ত সুত আমার প্রভু হরিচন্দ্র।
জয় জগদ্বন্ধু করুণাসিন্ধু যশোমন্ত নন্দন হরি।
কলির শেষেতে, কলুষ নাশিতে উদয় সফলানগরী।।
ভূ-ভার হরণ, পতিত পাবন, ভূবন রঞ্জনকারী।
পতিত তারিতে, আইলা মহীতে, সাঙ্গোপাঙ্গ সঙ্গে করি।।
ত্রিতাপ হারক, দুরিত বারক, দুরন্ত কৃতান্তবারী।
দুষ্টের দমন, শিষ্টের পালন, শরণাগত হিতকারী।।
রেশম বরণ, অঙ্গের কিরণ, একান্বরধারী।
আজানুলন্বিত, বাহু সুবলিত, বাক্য মধুর মাধুরী।।
সুদীর্ঘ কেশ, মনোহর বেশ, দীন, হীন বেশধারী।
আকর্ণ-লোচন, অরুণ বরণ, হেরিয়া ঝুরিয়া মরি।।
বয়স তরুণ, দেখিতে নবীন, ভব-ভয়-ভঞ্জনকারী।
হীরক-উজ্জ্বল, দন্ত সুনির্ম্মল, খগপতি জিনি নাসা হেরি।।
ভকত-চকোর, সুধাপানে বিভোর, হরিচাঁদরূপ নেহারী।
গোলক পুলক, হৃদয় আলোক, হরিচাঁদরূপ হৃদে ধরি।।
হীরামন মন, করিলে মোহন, রামরূপ ধারণ করি।
সঁপিয়া জীবন, ত্যজিয়া ভুবন, বীর-করুণ-রস-বিহারী।।
হরি প্রেমসিন্ধু, পিয়ে তারকচন্দ্র, ছলছল নয়ন বারি।
পিয়ে মকরন্দ, প্রেমে মহানন্দ, ঘরে ঘরে প্রেম বিতরি।।
ভকত রঞ্জন, বিপদ ভঞ্জন তমঃসন্দ নাশকারী।
দীন হীন অশ্বিনী, দিবস রজনী, হরিচাঁদ প্রেম ভিখারী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!