ভজরে জেনে শুনে।
নবী কলমা কালেন্দা আলী হনদাতা
ফাতেমা দাতা কি ধন দানে।।
নিলে ফাতেমার স্মরণ ফতেহ্ হয় করণ
আছে ফরমান সাঁইর জবানে।।
সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই
যুগে যুগে মাতা হন যোগেশ্বরী,
সুযোগ না বুঝে কুযোগে মজে
মারা গেল জীব ঘোর তুফানে।।
শুনেছি মা তুমি অবিম্বধারী
বেদান্তের উপরে গম্ভু তাহারি,
তারে চেনা হলো ভার ওরে মন আমার
ভুলে রইলি ভবের ভাব-ভূষণে।।
সাড়ে সাত পান্তি পথের দাঁড়া
আদ্য পান্তি তার আদ্য মূলগোড়া,
সিরাজ সাঁইর চরণ ভুলে রে লালন
অঘাটাতে মারা যাচ্ছ কেনে।।