(তাল-যৎ)
ভজ ভজ মন জয় শ্রীশচীনন্দন।
ভজ পদ্মাবতী সুতবসু, জাহ্নবী জীবন ধন।
ভজ অদ্বৈত গোঁসাই, হারে হারে রে যার গুণের সীমা নাই।
যাহার কৃপাতে পাই, চৈতন্য নিতাই,
যার হুঙ্কারে গোলক নড়ে, শ্রীগৌরাঙ্গের আগমন।
ভজ ব্রহ্ম হরিদাস, গুপ্ত মুকুন্দ শ্রীবাস
গদাধর দামোদর শিবানন্দ গৌরিদাস,
গৌর ভক্তবৃন্দ সঙ্গে লয়ে করে মধুর সংকীর্তন।
এমন দয়াল অবতার, হারে হারে রে হয় নাই, হবে নারে আর।
সংকীর্তন মাঝে গোরাচাঁদ, ডাকে বাড়ে বার,
তোরা দুঃখী তাপী আয় কে নিবি অনর্পিত প্রেমধন।
লেগে সে চাঁদের কিরণ, হারে হারে রে প্রফুল্লিত হীরামন,
গোলকচাঁদ সেই চাঁদের সুধা করে বরিষণ,
মহানন্দের মন চকোরে করে পিব পিব অনুক্ষণ।