ভবের গোরা আসমানে।
মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে।।
সেই গোলা আসমানে
রসের খেলা রাত্রদিনে,
ধর্মদুষি আর চুরাশী
পরশ হয় তার পরশনে।।
পেলে মন পৈতৃক সে ধন
বিলালো তারে আপন মন,
কারণে করণ যার সে ধরন
দিচ্ছে পুঁজি তাই জেনে।।
সেই ধনের আশায় যারা
ভাব ত্রিপিনে দেয় পাহারা,
পেয়ে মহাযোগ এড়ায় ভবরোগ
লালন ম’ল মনের গুণে।।