ভবের পর এক জীর্ণ জাহাজ গড়ে দিছে সাঁই দীননাথ,
জাহাজ দেখে হায় কি করি গড়ছে অবিকল।
দেখতে শোভা পরিষ্করী, সেই দমের জাহাজ,
নিশ্চয় সারেঙ বইসা আছে
যখন বলে তখন চলে-
ও রং বেরংয়ের বাতি জ্বলে জাহাজের মাঝার।
জাহাজের মধ্যে সিংহাসন,
বসা আছে সাঁই মহাজন,
ও বেপার করে আনবে যে-ধন, করিবে ওজন,
বান্ধা আছে ‘কাঁটা দাঁড়ি’ চৌরাশির ওজন,
নিকালের মাল কম পড়িলে
বান্ধে ছান্ধে নিয়ে যাবে করিয়া বন্ধন।
ধরবে রে দারুণ আজরাইলে
নিকাশের দায় ঠেকবি যখন
-ও উপায় কি করবি রে মন।
ও পাগলা কানাই কয় ভেবে দিলে,
-ও চালাও জাহাজ হুসিয়ার হয়ে,
দিন থাকিতে মুরশিদ ধরে
ওরে মন হও চেতন।।
::দেহতত্ত্ব