ভবঘুরেকথা

ভবে আশেক যার
লজ্জা কী তাঁর
সে খোঁজে দীনবন্ধুরে
সে খোঁজে প্রাণভরে;
দীনবন্ধু প্রাণসখা
দেখা দাও মোরে ৷৷

বাহ্য কাজ ত্যাজ্য করে
নয়ন দুটি রুপের ঘরে
সদাই থাকে রুপনিহারে;
শয়নে স্বপনে কভু সে
রুপ ভুলতে নারে ।।

আশেকের ভেদ মাশুক জানে
জানে না আর অন্য জনে
সদাই থাকে রুপ বদনে;
রুপের মালা হৃদয়ে গেঁথে
ভাসে প্রেমসাগরে ৷৷

মরণের ভয় নাইকো তার
রোজ কেয়ামত রোজের মাঝার
মোর্শেদ রুপটি করে সে সার;
তাজমালা সব ফেলে লালন
যায় ভবসিন্ধু পারে ৷৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!