ভবে নাইরে আপনজন সারা জনম ঘুরি ফিরি
পাইলাম নারে মনের মতন।।
বাপ বলে ঋণ শোধো আমার কি সময় এখন
তোমারে পুষিয়া আমি সব খুয়াইছি মূলধন।
দিন গেল তাদের সেবায় শেষের সঙ্গী নাই একজন।
তিরি বলে পোষতে হবে নাইলে দেও ছাড়ি বন্ধন
পুত্র বলে সাধিয়া আনলে মুই কিজানি বাপধন।
কন্যা বলে আমার ভাগে চলে আমার ভরণ পোষণ
তোমারে কেমন চাই আমি পরার রন্ধন।
সব হাতড়াইয়া এই শিক্ষা লাভ করিয়াছি এ ভুবন
অন্তিম কালে খেয়া ঘাটে ঠেকিবো রে রাধারমণ।