ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
নন্দের সুন্দর চিকন কালা জানে নানা কল
কাদা করি চিকন কালা ঘাট করিল। পিছল
আলগা থাকিয়া কালায় হাসে খলখল
বারে বারে আখির ঠারে দেখায় কদমতল
ভাবিয়া রাধারমণ বলে শুন গো ধ্বনি রাই
কুলবধূর কুল মজাইল লম্পট কানাই।।