ভবঘুরেকথা

(তাল একতাল)
আয় না ভাই সবে মিলে যাই, দেখতে গুরুচাঁদে।
ভক্তি প্রেমের গুরু কল্পতরু, হারে যার জন্যপরাণ কাঁদে।।
শ্রী ধাম ওড়াকান্দিতে, তথা যায় ছত্রিশ জাতে প্রসাদ খাচ্ছে এক পাত্রে;
এবার যার যেমন মন, সে পায় তেমন, বঞ্চিত না হয় প্রসাদে।।
যত ভক্ত শুক-শারী, তারা যায় সারি সারি, বলে জয় জয় শ্রীহরি,
হরি নামের মধু, না পেলে শুধু, যায় কিরে সাধে সাধে।।
গোঁসাই জগদীশ ঠাকুর, তার মহিমা প্রচুর, ও তার চরিত্র মধুর,
কুবের তিন কড়ির, তোড়ানি খেয়ে, গোঁসাই নাচতেছে প্রেমানন্দে।।
জগদীশ গুণনিধি, করলেন কামনা নদী, তথা স্নান করে যদি;
ও তার মোক্ষ ফলের নাই অবধি, গুরুচাঁদ রাখেন পদে।।
গোঁসাই তারক চন্দ্র কয়, ধামে যাওয়া বড় দায়, ভাগ্যে কি যেন কি হয়,
এবার অশ্বিনী ভুলিল মায়ায়, কেঁদে মরি ঐ খেদে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!