ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল – গড় খেমটা)
উঠল ভাবসাগরে প্রেমের তুফান
চলগে ডুবে মরি স্বার্থ বল ছাড়ি।।
যদি মরতে পার মরার মত হয়ে রূপের অনুগত;
ত্যাজিয়া সংসার অনিত্য, ভ্রান্ত মায়া ছাড়ি;
তবে পাবি রতন, মনের মতন, অপরূপ রূপের মাধুরী।।
ডুব দিয়ে যে’না ছাড়ে উস, ঢেউ লেগে সে হয়েছে বেহুঁশ;
পেয়েছে সে মনের মানুষ, তারে কই ডুবারী;
এবার জাগলে পরে পাবা না রে, অধরে ধর সন্ধান করি।।
প্রেম লহরে রত্নাকরে, কাল মাণিক বিরাজ করে;
ধরতে হবে নিরিখ ধরে, ছেড়ে সব জাহিরী;
হয়ে বেহাল, পথের কাঙ্গাল, মন মাতাল হওগে প্রেম ভিখারী।।
পান কর প্রেম সুধাসিন্ধু, সই রেখে তোর নাদবিন্দু;
ইন্দু মাঝে বিরাজ করে, কিশোর কিশোরী;
হলে প্রেমে আর্ত্তি, যুগল মূর্ত্তি, আনন্দে দেখবি নয়ন ভরি।।
প্রেমসাগরের অতল বারি, মহানন্দের ডুবল তরী;
তারক চাঁদ কয় ডুবে মরি, বলে হরি হরি;
অশ্বিনী কেন বসে রলি, অলসেতে দিন কাটালি
এ সময় সয়নারে আর দেরী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!