(তাল – কাশ্মিরী)
মনে ভাবি কাঙ্গাল হব, বেহাল সাজিব।
ছেড়া কান্থা করিয়া ধারণ, গাছতলায় যাব।।
মহামায়া মাতা যিনি, কাতর বাক্যে বলেন তিনি,
কোথায় যাওরে যাদুমণি, কোন প্রাণে তোরে বিদায় দিব।।
প্রবৃত্তি মহিষী এসে, বাঁধতে চায় সে ভোগ বিলাসে,
ভুলাতে চায় মায়া রসে, কেমনে তারে প্রবোধ দিব।।
লোভ মোহ পুত্র ছয়জন, বিনয়বাক্যে করে বারণ,
পুত্রের মায়া করে ছেদন, প্রানান্তে যেতে দিব।।
আমোদ আহলাদ প্রতিবেশী, যাত্রা ভঙ্গ করে আসি,
কি দুঃখে হও বিদেশবাসী, গৃহে তোর কি অভাব।।
পাগলচাঁদ কয় অনুরাগে, আর কতকাল মরবি ভুগে,
অশ্বিনী তুই এই সুযোগে, বাহির হ তোর সঙ্গে যাব।।