ভাব সাগরে ভাবের মানুষ বসে আছে ভাব ধরে
খুঁজতে গেলে কে বা মিলে, আওয়াজ বুঝে লও ধরে।।
ভাবে আসে ভাবে বসে, ভাবে দেখে ভাবে লেখে
আন কথা আর নাই রে মুখে, বসেছে ভাব নিহারে।।
ভাব ছাড়া সে কয় না কথা, পঞ্চভাব তার হৃদে গাঁথা
ভাবের মানুষ আলোক লতা, আল জবানে বেদ পড়ে।।
জাতি বিদ্যা মহাতানা, থাকতে দেহে বাব হবে না
ভবা-তে তোর স্বভাব কানা রইলি রে কোলের ঘোরে।।