(তাল -গড়খেমটা)
গুরু তত্ত্ব কয়ে ভারি গোঁসাই সেজেছ।
গুরু কি ধন চিনলিনা মন, সে রসে তুমি নি তাই মজেছ।।
লোক সমাজে হরি কথা কও, বাবার ঠাকুর হয়ে’রে মন, পায়স অন্ন খাও
তার নি উমান পাও, সাধু নাম কোলাও, হরি নামটি দিয়া জগৎ মাতাও,
মনা ভাই, তুমি নি তায় মেতেছ।।
দোষ-লুকায়ে গুণের কথা কও; হয়ে করণ বিহীন, আপনি প্রবীণ জগতে জানাও,
ঘাটে নৌকা বাও, প্রতিষ্ঠা বাড়াও, হারে চোরের নৌকায় সাধুর নিশান,
আমার মন টেনে কেনে দিয়াছ।
লোক ভুলাতে হরিকথা কও, অন্তরেতে দুষ্ট, মুখে মিস্ট কথা কও;
কাজের কাজি নও, কপট সাধু হও, গুরু তত্ত্ব পরমার্থ,
না জেনে, গুরুর ভূষণ পরেছ।।
আর ভাব দেখায়ে ভাবের কথা কও; সিংহের মত ভঙ্গি দিয়ে অনুরাগ দেখাও,
প্রেমের প্রেমিক নও, ঢলুয়া প্রেম দেখাও, যে দিন শমন এসে, বাঁধবে কসে,
এড়াতে সম্বল কি তার করেছ।
তারকচাঁদ কয় ছাড় জাহিরী, সুক্ষ পথে না থাকিলে মিলবে কি হরি,
দেখনা বিচারী, চাড় জুয়াচুরি, অশ্বিনী তুই ব্যভিচারী,
আপন কর্ম্মদোষে হয়েছ।।