আয় কাছে আয় ভালবাসায় হয়ে সংশোধন।
কাছে আয় ভালবাসায় হয়ে সংশোধন।।
সকল চিন্তার আসল চিন্তা, কেন আসা যাওয়া ?
কার আমিত্ব কে হয় আমি, কিসের চাওয়া পাওয়া
কার লাগিয়া কে দেয় খেওয়া, কে করে তারণ।।
গুপ্তধনের সাখ্য মিলে, আলিফ লাল মীমেতে
মোহাম্মদি জ্যোতি জ্বলে, ওয়ালা আলিহিতে
পাঞ্জাতনের উছিলাতে, মানুষ রূপ ধারণ।।
অছওয়াছ অবিশ্বাস করো, বলেছে কোরান
আইনাল এক্কিনের পর, হাক্কুল ঈমান
চোখের জল আর প্রাণেরী টান, রেখে সর্বক্ষণ।।
বিছমিল্লার উনিশটি অক্ষর, পাঞ্জাতনে মিল
আমির উদ্দিন বলে মানে, ইনছানে কামিল
তাজিমে তছলিমে শামিল, যত ভক্তগণ।।