ভালবেসে গুণমণি এদশা করেছেন তিনি,
মন প্রাণ হরিয়ে নিয়ে, আমায় করলেন পাগোলিনী।।
আমায় বড় ভালোবেসে তাইতে রাখলো না বাসে,
দীন হীন দণ্ডীর বেসে, করল আমায় কাঙ্গালিনী।।
সে যাহারে ভালবাসে জাত কুল মান আগে নাশে,
সর্ব্ব ধন নিয়ে শেষে, করে মণি হারা ফনী।।
অসহ্য বিরহ আগুন মরমে জ্বলিছে দ্বিগুণ
কি বলিবো গুণমণির গুণ, করল আমায় বিরহিনী।।
ঘটায়েছে বিষম দশা, সদায় বাড়ে প্রেম পিপাসা
ছোটে না তার প্রেমের নেশা, কেঁদে বেড়ায় দিন-রজনী।।
মহানন্দের হৃদয়ের ধন, প্রেম ছাড়া সে রয়না কখন
অশ্বিনী করলি না যতন, কিসে পাবি রতন মণি।।