আমার প্রতি ভালোবাসা থাকে যদি মনে।
কদমতলায় দেখা দিও বন্ধু কেউ যেন না জানে।।
আমার মনের যত কথা বলিব তোমায়
তোমার যত মন-বাসনা বলিবে আমায়
থাকব আমি তোমার আশায় চেয়ে পন্থ পানে।।
চাওয়া পাওয়া অঙ্কের বসন, মনের বদল মন
পরানে-পরান মিশাইয়া করব আলিঙ্গন
দুই তনে হইয়া এক তন থাকব প্রেমের বাঁধনে।।
তুমি আমি, আমি তুমি দুই কথার এক বাঁশি
তোমার গলে আমার গলে বাঁধব প্রেমের রশি
একে অন্যের কুলে বসি কয় আমির উদ্দিনে।।