ভবঘুরেকথা
মতুয়া সংগীত

রাম কান্তের বাসুদেব দর্শন
দীর্ঘ ত্রিপদী

ভিক্ষা করে রামকান্ত, মনেতে চিন্তা একান্ত,
মম বাসুদেব আছে সুখে।
পূজা করে দ্বিজগণে, অনেক দিন দেখিনে,
আমার বাসুরে আসি দেখে।।
ইহা ভাবি মনে মনে, দ্বিজগণ অদর্শনে,
মণ্ডপের পিছে গিয়া রয়।
আমি নাহি দিব দেখা, গোপনে রহিব একা,
দেখি বাসু কিভাবে কি খায়।।
দক্ষিণাভিমুখ হ’য়ে, বাসুদেব দণ্ডাইয়ে,
সর্ব্বদাই মন্ডপেতে রয়।
পূজক ব্রাহ্মণ গিয়া, মন্ডপ-দ্বার খুলিয়া,
উত্তরাভিমুখ দেখতে পায়।।
পূজক ব্রাহ্মণ কয়, কে এসে ঠাকুরালয়,
ঠাকুর ফিরায়ে রেখে গেল।
কপাট নাহি খুলিল, মন্ডপেতে কে আসিল,
বাসুদেব কেন হেন হ’ল।।
কেহ বলে দ্বার রুদ্ধ, কার হেন আছে সাধ্য,
ঘরে এসে ফিরায় দেবলা।
তবে যে ফিরিল কেনে, দেবমায়া কেবা জানে,
কি জানি কি ঠাকুরের লীলা।।
ঠাকুরের ভোগ দিতে, ভোগ রাগ সমাধিতে,
দিবা দুই প্রহর সময়।
রন্ধন করি শাল্যন্ন, ঘৃত মিশ্রিত ব্যাঞ্জন,
ডাল্‌না শাক শুক্ত লাবেড়ায়।।
দক্ষিণ মুখ করিয়ে, ঠাকুরে ফিরায়ে ল,য়ে,
পুরোহিত বসিল পূজায়।
তাম্র রজতের পাতে, কতই মিষ্টান্ন তাতে,
লিখিতে পুস্তক বেড়ে যায়।।
নয়ন মুদ্রিত করে, ভোগ নিবেদিল পরে,
ভোগ রহে বাসুদেব পিছে।
যবে নয়ন মেলিল, পূজক দেখিতে পেল,
বাসুদেব ফিরিয়া রয়েছে।।
বক্ষ দেশে হস্ত দিয়া, বাসুদেবকে ধরিয়া,
দক্ষিণ মুখ করিতে চায়।
বাসুদেব নাহি ঘুরে, বিপ্র ডাকে উচ্চৈঃস্বরে,
কে তোরা দেখিবি আয় আয়।।
বাসুদেব ফিরে গেল, উত্তর মুখ রহিল,
ফিরাইলে আর নাহি ফিরে।
হইনু আশ্চর্য্যান্বিত, অকস্মাৎ বিপরীত,
না জানি কি অমঙ্গল করে।।
সে বানী শুনি তরাসে, চারি পাঁচ বিপ্র এসে,
কেহ যায় মন্ডপের পিছে।
এক বিপ্র তরাসেতে, দেখে গিয়া স্বচক্ষেতে,
রামকান্ত গোপনেতে আছে।।
বিপ্র বলে দফা সারা, কার বাসুদেব তোরা,
জোর করে এনেছিস সবে।
যার ভক্তি তার হরি, মোরা যে গৌরব করি,
সে কেবল ব্রাহ্মণ গৌরবে।।
যার বাসুদেব এই, উদয় হইল সেই,
সাধু পানে কেন নাহি চাও।
মূল মর্ম্ম নাহি জান, দেবলা ধরিয়া টান,
জোর করে দেবতা ঘুরাও।।
এক বিপ্র ক্রোধ ভরে, রামকান্তে নিল ধরে,
মন্ডপের সম্মুখেতে রাখি।
বিপ্র বলে যদি আ’লি, সম্মুখে কেন না ছিলি,
পিছে থেকে করেছ বুজরুকি।।
যদি নিজ ভালো চাও, শীঘ্র করে উঠে যাও,
শুনি রামকান্ত চলে গেল।
ভোগ রাগ লাগিবে কি, বৈরাগীর ভোজ ভেল্কি,
বাসুদেব সদ্ভাব হইল।।
কান্ত লীলা চমৎকার, যেন অমৃতের ধার,
কর্ণ ভরি পিও সাধুজন।
ওঢ়াকাঁদি অবতীর্ণ, নমঃশূদ্র কূল ধন্য,
রসনা, রসনা কি কারণ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!