ভবঘুরেকথা

(তাল-ঠুংরি)
ভেবে কেন দেখলি না মন, এবার তোর কি হবে রে।
দিন থাকিতে হরিচাঁদের চরণ ধর রে।

ভাই বল বন্ধু বল, কেহ কারুর নয়।
(লোভী মন, ও লোভী মন)
সে দিবে তোর মুখে আগুন, আপন বলিস কারে।।

পিতা পুত্র সম্বন্ধ পরিত্যাগ করিয়া
(লোভী মন, ও লোভী মন)
বাড়ীর বাহির করে দিবে, গোময় ছড়া দিয়ে।

দড়া কড়া অষ্ট কড়া, কড়ি সঙ্গে দিবে।
(লোভী মন, ও লোভী মন)
তাও ত সঙ্গে যাবে না শ্মশান ঘাটে রবে।

এ ঘর বাড়ী টাকা কড়ি, সকল পড়ে রবে।
(লোভী মন, ও লোভী মন)
পথের সম্বল এই হরিনাম সঙ্গে সঙ্গে যাবে।।

চরণ ধরে কর গে হরে হরিপদে আশ।
(দুরাচার ও দুরাচার)
জন্মে জন্মে হরি গোঁসাইয়ের দাসের অনুদাস।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!