আর ভেবোনা গোপাল বলে।
দে মা গোপাল দিলাম করার সব রাখলে।।
বনে লয়ে তোর গোপালে
সাজাইবে বন ফুলে,
আমার রাখাল রাজা বানাইব
প্রাণ জুড়াব সব রাখাল মিলে।।
যখন ডাকে দাদা বলে
স্কন্ধে লই না গোপাল তুলে,
গাছে গাছে ফল পাড়িয়ে
দেই মা বদন কমলে।।
অধীন সদাই কেঁদে বলে
কি জানি হয় কপালে,
সাঁই পাঞ্জু চাঁদের চরণ ভুলে
দিন গেল মোর গোলেমালে।।