ধূপ দীপ জ্বালিয়া মাতা আরতি করি।
হুলু হুলু ধ্বনি দেয় সবে তব মুখ হেরি।।
ছোলা গুড় দিয়া ভোগ করি আয়োজন।
কৃপা করি আনন্দে মা করহ ভোজন।।
ভোজন করিয়া মাতা কর আচমন।
রত্ন সিংহাসনে তুমি করগো শয়ন।।
লুটের প্রচারে
লুটে করেছে, লুটের বাহার
লুটে নেরে তোরা।
গুড়ের সন্দেশ, লও বাতাসা
হাত করি জোড়া।।
লাগিল হরি, লুটের বাহার
লুটে নেরে তোরা।।
হাত বাড়ায়ে, বলরে সবে
ব্রতী হই মোরা।।
প্রসাদ বিতরণ
শুক্রবারে করি মোরা এই ব্রত।
মোরা তব পূজায় হয়েছি রত।।
এসে মাতা বসবেন খাটে।
প্রসাদ লও গো হাতে হাতে।।