মঙ্গল আরতি যুগল কিশোর।
জয় জয় করতহি সখীগণ ভোর।।
রতন প্রদীপ করে টলমল ঘোর।
নিরখির মুখবিন্দু শ্যাম সুগৌর।।
ললিতা বিশাখা কত প্রেম অগৌর।
করত নিরমঞ্জন দোহে দুহুঁ ভোর।।
বৃন্দাবন কুঞ্জনি ভুবন উজোর।
মুরতি মনোহর যুগল কিশোর।।
গায়ক শুক পিক নাচত ময়ূর।
চাঁদ উপেখি মুখ নিরখে চকোর।
বাজত বিবিধ যন্ত্র ঘন ঘোর।
শ্যামানন্দ আনন্দে বাজয়ে জয় তুর।।