(তাল-ঝুলুন)
মজিলি কেন বৃথা রঙ্গে, ডাক হরি রস রঙ্গে।
সৎবাক্য সদ্ব্যবহারে, থাক রে মন মনোরঙ্গে।।
১। অসৎসঙ্গ ছেড়ে দিবি, থাকবি সদা সাধুর সঙ্গে।।
২। মুখে বল সত্য বাক্য নাম করিও হৃদয় ঐক্য।
মনকে কর সরল সূক্ষ্ম, পাবি মোক্ষ ধাম ত্রিভঙ্গে।।
৩। ভাই ভার্য্য বন্ধগুণে, কেউ যাবেনা তোমার সনে।
পালাবে সব ঘোর নিদানে, একা যাবি অগ্নির সঙ্গে।।
৪। আদিত্যের অমূল্য বুলি, দীবন্ধু যাসনে ভুলি।
হরি গোসাইর চরণ ধূলি, মাখবি সদা সর্ব্ব অঙ্গে।।
…………………………….
লোকশিক্ষা
রাগিনী-মহশালা