মতুয়া ভক্তের পদপ্রান্তে
জয় জয় জয় প্রেমের আশ্রয়
মতুয়া ভক্ত বৃন্দ।
আজি অবেলায় তোমাদের পায়
কৃপা যাচে মহানন্দ।।
শ্রী গুরু চরিত আমিয়-পুরিত
পতিত তারণ কারী।
সেই লীলা গীতি অপূর্ব্ব ভারতী
আমি কি বর্ণিতে পারি।।
তবে যে ভরসা মনে করি আশা
প্রাণেতে পিয়াসা রাখি।
যদি কৃপা করি মম শিরোপরি
চরন তরণী দেখি।।
অপার সাগর হতে পারি পার
হরি ভক্ত কৃপাগুণে।
দন্তে তৃণ ধরি দুটি কর জুড়ি
দন্ডবৎ সে চরণে।।
ভক্ত কৃপাজোরে ভক্তিহীন নরে
ভক্তাধীনে পায় বুকে।
ওহে ভক্ত গণ দিয়ে শ্রী চরণ
রক্ষহে রক্ষহে মোকে।।
প্রভু গুরুচাঁদ ফুল্ল কোকনদ
মকরন্দ খায় ভক্ত।
লোভে পাপ এসে ঘটা’ল বিদিশে
প্রেমে নহি অনুরক্ত।।
করুণা করিয়া কৃপাডোর দিয়া
চরণে রাখহে বান্ধি।
তোমাদের কাজ কর সবে আজ
আমি নাহি জানি সন্ধি।।