(তাল-গড়খেমটা)
মদ খেয়ে নি’তে মাতাল, মাতাল সংসার।
আমরা যে মদ খাই ভাই নেশা নাইরে তার।।
আমরা যে মদ খাই ভাই, আমরাই মাতি কেবল,
চ’তে নি’তে খায় মদ, জগতে মাতে সকল,
কেবল বলে হরিবল, সোর শব্দ গণ্ডগোল,
মদ খেয়ে সব করল পাগল, পুরুষ নারী একাকার চমৎকার।
বড় মদো নাড়া বুড়ো, বুড়াকালে মদ খায়,
জগার ছেলে মদ ঢালে, হাঁড়ার ছেলে খায় বিলায়,
হরিউল্লা কাজীর বেটায়, সে এসে সেই মদ খায়,
যবন বামন এক পেয়ালায়, মোটে নাই জাতির বিচার একাচার।
আমরা যে মদ খাই ভাই, ডাকি শ্যামা মারে,
চ’তে নি’তে খায় মদ, ডাকে যেন কারে,
কেবল বলে হরে, হরে কৃষ্ণ হরে,
হরে কৃষ্ণ হরে, মাতালের মন হরে,
ডাকে যাহারে পাই যদি তাহারে,
মিলিব দুহারে হারে মজা হারে, এত কি মদের এয়ার কি বাহার।
যেমন দোকানের মদ খায় নি’তে, সেই দোকানে চলরে ভাই,
যে মাতাল তেমনি মদ, না খেলে কি মজা পাই,
মদ না দিলে নি’তে ভাই, মারিব যদি নাগাল পাই,
খুন করিব বাঁচা নাই, শ্রীবাস বামনা বেটার একেবার।
আমার হরিচাঁদের প্রেমের মদ, ভাণ্ডারী তার গুরুচাঁদ,
উজাড়িয়া খায় মদ, হীরামন আর বদনচাঁদ,
খায় বিলায় আর বাড়ে সাধ, তারক বিন্দু না পায় তার এক ধার।