ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

মন চোরারে কোথা পাই

মন চোরারে কোথা পাই।
কোথা যাই মনরে আজ
কিসে বোঝাই।।

নিস্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে
প্রাণে আমার ধৈর্য নাই:
ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেঁহুশ
থেকে থেকে আমার মনে পড়ে তাই।।

রূপের কালে আমায় দংশিলে
ও বিষ উঠিল ধেয়ে ব্রহ্মমূলে
কেমনে সে বিষ নামাই;
ও বিষ গাঁঠরী করা না যায় হরা
কী করিবে এসে করিরাজ গোঁসাই।।

মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাবনগরে
কার কাছে এই প্রাণে জুড়াই;
যদি গুরু দয়াময় এই অনল নিভায়
লালন বলে সেই তো উপায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!