মনদুখে মাইলাম গো সখী কী হবে, আর জানি না।
এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা।।
যার কুলেতে কুল মজাইলাম তার কুল আমি পাইলাম না
পিপাসায় চাতকী মাইল গো সখী জল পিপাসা গেল না
মন পারণ বলে আশা দিয়ে গো প্ৰাণনাথ আর আইল না।
মন প্ৰাণ দিলাম গো যারে সে করে গো ছলনা।
আসব বলে আশা দিয়ে গো প্ৰাণনাথ আর আইল না।।
ত্বরাই সখী দেখাও দেখি শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না
শ্ৰী রাধারমণে বলইন গো সখী প্ৰেম জ্বালায় প্ৰাণ বাঁচে না।