মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি।
মধুর স্বরে আর বাইজ না।।
কুলবতী যুবতীর প্রাণ ধৈরয মানে না।।
বাঁশি রে কুল ভয় লাজ রে গেল দূরে
গৃহে যাইতে আর পারি না।
আমার হিয়ার মাঝে জ্বলছে আগুন
নিবাইলে নিবে না।।
আমি রে অবলা সরলা রে কুলবালা
ঘরে পতি গুরু গঞ্জনা।
বাঁশি অবলা বধিতে তুমি
বিধাতার সৃজনা।।
বাঁশি রে শ্রবণে নয়নে যে সম্মিলন
অনুক্ষণ হয় উচাটনা।
মনে লয় তার হইতেম দাসী
রাধারমণের বাসনা।।