মনরে সামান্যে কে তাঁরে পায়
মনরে সামান্যে কে তাঁরে পায়।
শুদ্ধপ্রেম ভক্তিরস
সেই তো দয়াময়।।
বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি
তারে বলে হেতুভক্তি,
নিহেতু ভক্তিরতি
সবে মাত্র দীননাথের পায়।।
কৃষ্ণের আনন্দপুরে
কামী লোভী যেতে নারে,
শুদ্ধভক্তি ভক্তের দ্বারে
সে চরণকমল নিকটে রয়।।
ব্রজের নিগুঢ়তত্ব গোঁসাই
শ্রীরূপের সব জানালে তাই,
লালন বলে মোর বোধ নাই
সাধলে সে রসিক মহাশয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….