মনা ভাই আয় না রে যাই তীর্থ ভ্রমনে,
করব মনের মত তীর্থ ভ্রমন, তীর্থরাজ আছে গুরুর চরণে।।
তুমি আমি মিলিয়া দুজন, গয়া গঙ্গা তীর্থ কাশী করিব ভ্রমন,
আছে গুরুর পদে শ্রীবৃন্দাবন, সব তীর্থ বিরাজ করে সেখানে।।
শুনেছি শ্রীগুরুর মুখে, ওরে সাধুসঙ্গ মহাতীর্থ চল পুলকে,
তথায় তীর্থ লাখে দুই, প্রেম গঙ্গা ঢেউ খেলে রাত্রি দিনে।।
ধ্রুবময়ী গঙ্গা যাহার নাম, যেতে সাধুসঙ্গ মহাতীর্থ বাঞ্চা অবিরাম,
গেলে ভব ব্যাধি হবে আরাম, রূচি হবে নাম সুধা পানে।।
গুরু পদে আছে প্রেম তীর্থ, হরিচাঁদ দুলবে হৃদ আঙ্গিনে।।
ত্রিজগত করতে পবিত্র, আমার হরিচন্দ্র অবতীর্ন লয়ে প্রেমতীর্থ
বলে মহানন্দ জেনে তত্ত্ব, অশ্বিনী ঝাঁপ দে প্রেম গঙ্গাস্নানে।।