২৭ পারা আর-রহমান, কোরানে তাই বলেছে।
মনি মুক্তা হীরা কাঞ্চন, রাখছে সাঁই নদীর নিচে।।
সাগর কিংবা নদীর তলায়, ডুবারুরা গিয়াছে
খুঁজতে খুঁজতে আজো বধি, কেউনা কিছু পাইয়াছে।।
পাইছে শুধু একটা খবর, বড় বড় শীলা পাথর
আল্লাহয় কইছে সত্য খবর, আমাদেরই ভুল আছে।।
যেথায় আল্লাহ এই ধন রাখছে, আল্লাহ নিজে সেথায় আছে
যারে মাওলায় সেই জ্ঞান দিছে, সে দেখে জায়গায় বসে।।
হাসানের নাই বিশ্বাস ভক্তি, খাজা ইশ্রাইল শাহর প্রতি
কেমনে পাবি হীরা মতি, তাইতো কাঙ্গাল রইয়াছে।।