মনুয়াবেপারি করিস বাজার বুঝে বেচাকেনা
নেয় না যেন তবিল তোর মারি
গেলে তবিলমারা পড়বি ধরা
হুজুরের সদর কাচারি।।
বাজারের চাটিদারে,
তারা জিনিস দেয় না খাঁটি দরে
শুধু জমাট বাঁধে সমাদরে তারা সব মায়ারপসারি;
শেষে ফাঁক পেয়ে তাক লাগায়ে দেয়
ঝোকে করিস না ঝাঁকমারি।।
চোরা বাজারের যে মাল
কিনে অনেকে হয়েছে পয়মাল
তাই বলি সামাল সামাল ও মারে গোলমাল খুব ভারি;
শেষে ব্যাপার থাক তোর আসল যাবে
আরো যাবে ভিটে বাড়ি।।
যতো সব নতুন পড়ে
তারা খতম হলো পেশায় পড়ে
দিশে হারায়ে ঘোরে যেমন ঘোরে ফেরোয়ারি;
তারা হাতের পাতের সব খোয়ারে
সাজে এক পথের ভিখাড়ি।।
অনাদি জ্ঞানের পন্থা
মনুয়া মনের চিন্তা
ব্যবসার এই সহজ পন্থা জেনেছে যতো বেপারি;
পাগর বিজয় কাঁদে মনের খেদে
আমি এক দেউলে কারবারি।।