মনেরে বুঝাবো কতো।
যে পথে মরণ ফাঁসি
সেই পথে মন সদাই রত।।
যে জলে লবণ জন্মায়
সেই জলে লবণ গলে যায়,
তেমনি আমার মন মনোয়
একা একা হচ্ছে হত।।
চারের লোভে মৎস গিয়ে
জলের উপর পড়ে ঝাঁপিয়ে,
তেমনি আমার মন ভেয়ে
মরণ ফাঁসি নিচ্ছে সে তো।।
সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনমণি,
ভক্তিহারা ভাবুক যিনি
সে কি পাবে গুরুপদ।।