মনের কথা বলবো কারে
মনের কথা বলবো কারে।
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে।।
কটিতে কোপিন পরিব
করেতে করঙ্গ নিব,
মনবাঞ্ছা পুরাইব
কর যোগাব মনের কিরে।।
মনের তিনটি বাসনা
নদেয় যেয়ে করবো সাধনা,
নইলে মনের বিকার যায় না
তাইতে ছিদাম বলি তোরে।।
যে দায়ের দায় একা মোর মন
রসিক ভিন্ন জানে কোনজন,
লালন বলে নন্দের নন্দন
জগৎ ফেললো চমৎকারে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….