ভবঘুরেকথা

মনের কথা বলব কারে
কে আছে এই সংসারে
আমি ভাবি তাই;
আর না দেখি উপায়
কার মায়ায় বেড়াই ঘুরে॥

মন আমার ভুলে তত্ত্ব
হলি মত্ত
সার পদার্থ চিনলি না রে
হল না গুরুর করণ;
তাইতে মরণ
কোনদিনে মন যাবা গোরে॥

ছেড়ে মূল ভক্তিদাড়া
লক্ষীছাড়া
কপালপোড়া দেখি তোরে
লেগে এই ভবের নেশা;
তাইতে দশা
সর্বনাশা বেড়াই ঘুরে॥

মন আমার আপন বসে
মদন রসে
আপনি মিশে বেড়াই হারে
লালন সেই বাক্য ছেড়ে;
গলা নেড়ে
গড়ে পল পাতালপুরে॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!